আর্তমানবতার কল্যানে এগিয়ে এসেছে মরহুম কাজী খলিলুর রহমান ট্রাস্ট।

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদদাতা: করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রভাবে মৌলভীবাজারে জীবনযাত্রা ব্যাহত। আর সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিন মজুররা। আর এই দিনমজুরদের মুখে কিছুটা হাসি ফুটাতে এগিয়ে এসেছে কমলগঞ্জের ৫নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ রাজটিলার সৌদি প্রবাসী কাজী সুরুজ্জামান জামান রুবেল।

আজ বুধবার ১লা এপ্রিল বিকেলে উত্তর বালিগাও ও দক্ষিণ রাজটিলায়, এলাকার রিক্স্রাচলক,ভিক্ষুকসহ হতদরিদ্র কাছে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন প্রবাসী রুবেলের পক্ষে থেকে ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাহার, ও সঞ্চলনায় ছিলেন ট্রাস্টের সভপতি রাজন আবেদীন রাজু। পরিস্থিতি বিবেচনায় প্রবাসী সুরুজ্জামান জামান রুবেল অভাবী মানুষদের পাশে দাঁড়ানোকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
বর্তমানে দেশে সবকিছু বন্ধ।।তাই আমার ব্যক্তিগত পক্ষ হতে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছি। এছাড়াও তিনি বলেন,জাতির এই ক্রান্তিলগ্নে সামর্থ্য অনুযায়ী একে অপরের জন্য এগিয়ে আসুন।