উৎসাহ-উদ্দীপনায় টিকা নিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা নিয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) টিকাদান কেন্দ্রে তারা এ টিকা নেন।

টিকা গ্রহণকারী নেতারা হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজি, আনোয়ার হোসেন, সৈয়দ আবদুল আউয়াল শামীমসহ আরো বেশ কিছু নেতা।

টিকাগ্রহণ শেষে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, টিকা গ্রহণ করলাম, কোনো সমস্যা নেই। আপনারাও কোনো প্রকার অপপ্রচার-মিথ্যাচারে কান না দিয়ে টিকা নিন।

নেতারা বলেন, যে যতোই অপপ্রচার করুক। টিকাদান কার্যক্রম চলবে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছেন। পর্যায়ক্রমে দেশের সব মানুষ টিকা পাবে।

উপ-দফতর সম্পাদক সায়েম খান বলেন, আজকে আওয়ামী লীগের অনেক নেতা টিকা নিয়েছেন। অনেক সময় হয়েছে কিন্তু কোনো সমস্যা হয়নি। এখন পর্যন্ত সবাই ভালো আছি। তাই সবাইকে বলবো আপনারও করোনা থেকে বাচতে টিকা নিন।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে ফরম পূরণ করে টিকা নেয়া শুরু করেন।