ধলাই ডেস্ক: করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৭৮৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
এ সংকটময় মুহূর্তে বিশেষ কিছু সুবিধা দিচ্ছে বিকাশ। বিকাশ অ্যাপ থেকে একজন গ্রাহক যত ধরনের সেবা পেতে পারেন তার পূর্ণাঙ্গ তালিকা বিকাশ অ্যাপের ‘মোর’ বা ‘আরো’ অপশন ক্লিক করেই একসাথে দেখা যাচ্ছে।
বিকাশে টাকা আনা: বিকাশ অ্যাপ এর ‘অ্যাড মানি’ অপশন থেকে কার্ড টু বিকাশ এর মাধ্যমে ভিসা কার্ড বা মাস্টার কার্ড (ক্রেডিট বা ডেবিট কার্ড) থেকে বিকাশ একাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন। এছাড়া দেশের ১১টি বেসরকারি ব্যাংকের অ্যাপ অথবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেও বিকাশে টাকা নেয়া যাচ্ছে।
কেনাকাটার পেমেন্ট: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বা ফ্যাশন পণ্য, জীবন রক্ষাকারী ওষুধ বা জীবন সাজানোর পণ্য, বড় সুপার স্টোর বা গলির ছোট দোকান অথবা অনলাইন মার্কেট প্লেস সর্বত্রই বিকাশ ব্যবহার করে পণ্যের দাম পরিশোধ করা যাচ্ছে। দেশের ছোটবড় মিলিয়ে ১ লাখের বেশি বিকাশ মার্চেন্ট রয়েছে। ফলে গ্রাহক নগদ টাকা ব্যবহার না করেই পেমেন্টের মাধ্যম হিসেবে ডিজিটাল অর্থ ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে ফার্মেসি থেকে ওষুধ কিনে বিকাশ পেমেন্টে মিলছে ৫ শতাংশ সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ছাড়।
পে-বিল: ডেসকো বা পল্লীবিদ্যুৎ, পোস্ট পেইড বা প্রি-পেইড, সারাদেশের সব বিদ্যুৎ বিল এখন পরিশোধ করা যাচ্ছে বিকাশ দিয়েই। যে যেখানেই থাকুন, কোথাও না গিয়ে নিরিবিছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারেন বিকাশ দিয়েই। কেবল বিদ্যুৎ বিল ই নয়, আরো অনেক জরুরি সেবার বিল পরিশোধ করা যাচ্ছে।
টিকিট: বিমান, বাস, লঞ্চ, ট্রেন বা মুভি টিকিট এখন বিকাশ দিয়ে কেনা যায়। বাংলাদেশ রেলওয়ে, বিডিটিকিটস এর মাধ্যমে যাত্রার তারিখ, সময় নির্ধারণ করে মুহূর্তেই টিকিট কিনতে পারবেন।
ট্রান্সফার মানি: এই অপশন থেকে সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এখন বিকাশ থেকে সরাসরি টাকা পাঠানোর সুযোগ পাচ্ছেন তাদের ব্যাংক একাউন্টে।
ডোনেশন: ১ টাকায় আহার- তাদের কার্যক্রম দিয়ে ইতোমধ্যে সাধারণের পাশে দাঁড়িয়েছে। বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে ১ টাকায় আহার এর উদ্যোক্তা প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন নতুন কার্যক্রম হাতে নিয়েছে। বিকাশ অ্যাপের মাধ্যমে তাদের কাছেও অনুদান পৌঁছাতে পারবেন।