বাংলাদেশে এলো ইনস্টাগ্রাম মিউজিক

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বহুল আকাঙ্ক্ষিত ইনস্টাগ্রাম মিউজিক অবশেষে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এমনকি ফেসবুকেও মিউজিক অপশনটি যুক্ত করা হয়েছে। ফিচারটি পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

যদি কেউ ইনস্টাগ্রাম অ্যাপটি খোলেন তাহলে তার এটি আপডেটও করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবেই যে কেউ এ নতুন ফিচার ব্যবহার করতে পারবেন।

২০১৮ সালের জুনে এ ফিচারটি যুক্তরাষ্ট্রে চালু হলেও বাংলাদেশে এর শুরুটা দেরি করেই হলো। বাংলাদেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বহুদিন ধরেই ইনস্টাগ্রাম মিউজিক বাংলাদেশে আসুক এমনটা চাইছিল।

যেভাবে ব্যবহারে করবেন ইনস্টাগ্রাম মিউজিক-

  • একটি স্টোরি আপ করতে প্রথমে ডানে চাপুন।
  • ছবি তোলার পর উপরে ডান পাশে স্টিকার আইকন চাপুন। এ বোতামটি দিয়েই লোকেশন, পোল, কুইজ যুক্ত করা হয়।
  • স্টিকার ট্যাবটিতে চাপলে সেখানে একটি ‘মিউজিক’ বোতাম আসবে। সেখান থেকে যেকোনো ব্যবহারকারী তার রুচি অনুসারে গান পছন্দ করতে পারবেন।
  • গানের সাইজ এবং টেক্সটও নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা।