এবার জয়যাত্রা টিভি অফিসে অভিযানে র‌্যাব

প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১
জয়যাত্রা টেলিভিশন অফিসে হেলেনা জাহাঙ্গীর

ধলাই ডেস্ক: এবার হেলেনা জাহাঙ্গীরে আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান শুরু করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান জানান, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালানো হচ্ছে।

এর আগে, গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াসহ বেশকিছু অবৈধ জিনিস উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নেয়া হয়।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও ধারলো ছুরি উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।