কমলগঞ্জের চৈত্রঘাট ধলাই সেতুর সংযোগ সড়কে ধস, যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার-চাতলাপুর সড়কের কমলগঞ্জের চৈত্রঘাট সেতুর দক্ষিণ অংশের সড়কের মাটি দেবে ফাটল দেখা দিয়েছে। এতে এ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। শনিবার সন্ধ্যার দিকে মৌলভীবাজার  সড়ক ও জনপথ বিভাগ এক জরুরী বিজ্ঞপ্তিতে চৈত্রঘাট ধলাই ব্রিজের এপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। জেলা সদরের সাথে সংযুক্ত আঞ্চলিক এ মহা মহাসড়কটি বন্ধ করে দেওয়ার পর থেকে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান,ধলাই নদীর উপর নির্মিত চৈতঘাট সেতুটি বেশ কিছু দিন ধরে ঝুকিপূর্ণ। সেতুর পাশ থেকে ধলাই নদী থেকে বালু উত্তোলন এর ফলে এ ঝুকির সৃষ্টি হয়। এতে সেতুর দক্ষিণ অংশের সড়কে সম্প্রতি মাটি দেবে ফাটল দেখা দেয়। এ অবস্থায় এ সড়কে চলছিল ভারী যানবাহন। শনিবার বিকালে ফাটল বেড়ে যাওয়ায় সন্ধ্যা থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার এর সহকারী প্রকৌশলী আরিফ রহমান বলেন, সড়কে বড় ধরণের ফাটল দেখা দেওয়ায় যান চলাচল বন্ধ করা হয়েছে। এখানে বেইলি সেতুর স্টিল পাটাতন স্থাপন করতে হবে। এ জন্য ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।