স্টাফ রিপোর্টার: “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর-এর আয়োজনে রোববার সকাল ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী এর সভাপতিত্বে ও বিউটিফিকেশন প্রশিক্ষক (আইজিএ প্রকল্প মহিলা বিষয়ক অফিস) রাইয়ান চৌধুরী চৈতি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস। অনুষ্ঠানে উপজেলা নারী উন্নয়ন সংস্থা, জয়িতাবৃন্দ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ অংগ্রহণ করেন।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকালে শমশেরনগর চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক নারী পরিষদের উদ্যোগে ৯ দফা দাবীতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মবশ্বির আলী বালক উচ্চ বিদ্যালয়, রহিমপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে মাধবপুর চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের উদ্যোগে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়।