কমলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফয়সল আল কয়েছ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মঞ্জু লাল দে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি আফজাল হোসেন সাধারণ সম্পাদক মুর্শেদ মুন্না, কবি শহীদ সাগ্নিক, মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য্য, জুড়ী উপজেলার সাধারণ সম্পাদক প্রণয় রঞ্জন দাস, বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক কায়েছ আজম, কেন্দ্রীয় নেতা মহসীন খান লিটন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, যুগ্ম সম্পাদক মো: মোনায়েম খান, নির্মল এস পলাশ, বাংলাদেশ বেতার প্রতিনিধি আর কে সোমেন প্রমুখ।
সম্মেলন শেষে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম চৌধুরীকে সভাপতি, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনঞ্জুর আহমেদ আজাদ মান্নাকে সাধারণ সম্পাদক ও ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল জলিলকে সাংগঠনিক সম্পাদক কওে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার গঠন করা হয়।