কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক সহায়তা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) হিসেবে মৌলভীবাজারের ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীর ১২ টি পরিবারের জীবন মান উন্নয়নে ৪ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সোমবার (২০ মে) সকাল ১১টায় নিজ কার্যালয়ে এই সহায়তার চেক প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।জানা যায়, কমলগঞ্জের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২ জনকে ৩০ হাজার টাকা করে ও ৩ জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিন্হা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এর আগে কমলগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীদের প্রদান করা হয়। সোমবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২ পরিবারে এ সহায়তা প্রদান করা হলো। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।