কমলগঞ্জে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপিত

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

কমলগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার প্রথম রঙিন ট্যাবলয়েড দৈনিক পত্রিকা মানবজমিনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মানবজমিন কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সার্বিক ব্যবস্থাপনায় বুধবার দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এর আগে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে কমলগঞ্জের ইউএনও সিফাত উদ্দীন, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,কমলগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, লেখক ও গবেষক আহমেদ সিরাজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ,মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, কমলগঞ্জ সরকারী কলেজের প্রভাষক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রভাষক হামিদা খাতুন,আব্দুল গফুর মহিলা কলেজের প্রভাষক রাবিয়া খাতুন, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, হীড বাংলাদেশ এর লিয়াজু অফিসার নুরে আলম সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলী, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, মফস্বল সাংবাদিক ফোরাম কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক সুব্রত দেবরায়  সঞ্জয়, উদীচী শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সাব্বির এলাহী, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ,দৈনিক মানবজমিন পত্রিকার কমলগঞ্জের প্রধান এজেন্ট সাংবাদিক অলক দেব, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুস সালাম,পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক সাদিকুর রহমান সামু প্রমুখ। দৈনিক মানবজমিন পত্রিকার  রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমলগঞ্জে কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দের মিলন মেলায় পরিণত হয়।