কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের এম এ ওহাব উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলণী অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পূনর্মিলনী ২০১৯ উদযাপন কমিটি শনিবার বিকালে আদমপুরের নঈনারপার বাজারে মতবিনিময় করতে মিড দ্যা প্রেস-এর আয়োজন করেছিল।
কমিটির আহ্বায়ক ডা. গৌরমনি সিংহ ও সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাব্বির আহমদ ভূঁইয়া উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তারা জানান ইতিমধ্যেই এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ বিভিন্ন সনের ৪ শথাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। ২৮ ডিসেম্বর সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হবে।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন, মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান কামার হোসেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুলহকসহ শিক্ষঅবিদরা।