কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর তেতইগাঁর উচ্চবিদ্যালয়ের বুধবার (২৫ ডিসেম্ব) দিনব্যাপী ফ্রি হেল্থ ফেয়ার অনুষ্ঠিত হয়। তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চিকিৎসকবৃন্দের আয়োজনে এ দিন সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত অর্ধ সহ¯্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট এম,এ,জি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালসহ সারা দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একদল খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক।
সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি হেল্থ ফেয়ার এর উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগ বিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সোবহান। আয়োজক কমিটির সভাপতি শিক্ষক কৃষ্ণ কুমার সিংহের সভাপতিত্বে ও সিলেট এম,এ,জি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আর এস রয়েলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, , সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. যোগীন্দ্র সিংহ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহাব উদ্দিন, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল,হবিগঞ্জের সহকারী অধ্যাপক ডা. স্বপন কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী প্রমূখ।