কমলগঞ্জে মণিপুরি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ!

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ” সুশিক্ষা প্রগতি, সুশিক্ষা শান্তি” শ্লোগান সামনে রেখে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর বাজারে ঐতিহ্যবাহী তেঁতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের মেধা যাচাই পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন বামডো’র উপদেষ্টা লেখক ও গবেষক হাজী মো. আব্দুস সামাদ।

মো. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বামডো’র সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপন, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, আদমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ মণিপুরি মুসলিম পাঙাল ইসলামী পাঠাগারে সভাপতি মাওলানা মো. গোলাম রাব্বানী, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মো. ইমরান খান প্রমূখ।

আলোচনা সভা শেষে মেধা যাচাই পরীক্ষার ভালো ফলাফল অর্জনকারী ৩১ জন শিক্ষার্থীদের হাতে অতিথিরা উপহার সামগ্রী তুলে দেন। উল্লেখ্য গত ২০ ডিসেম্বর তেঁতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মেধা যাচাই পরীক্ষায় দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩ শতাধিক মণিপুরি মুসলিম শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷