কমলগঞ্জ প্রতিনিধি: প্রতিটি শিশুর জন্য শৈশবকালীন অধিকার, প্রতিটি সন্তানের জন্য, প্রতিটি অধিকার এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার সম্পর্কিত জাতিসংঘ কনভেনশনের ৩০ তম বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে এনজিও সংস্থা প্রচেষ্টার আলোয় আলো প্রকল্পের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা মন্ডপ প্রাঙ্গন থেকে এক র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মন্ডপ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চা শ্রমিক নেতা স্বপন বৈদ্যের সভাপতিত্বে ও আলোয় আলো প্রকল্পের কমিউনিটি প্রমোটর বিজয় ছত্রীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু।
আলোচনায় অংশ নেন আলোয় আলো প্রকল্পের কো-অর্ডিনেটর জাহিদুর রহমান, সাংবাদিক শাহীন আহমেদ, চা-শ্রমিক নেতা গরানা অলমিক, আলোয় আলো প্রকল্পের প্রকল্প কর্মকর্তা প্রবাস কুমার বিশ্বাস, শিক্ষক প্রদীপ পাল।