কালবৈশাখী ঝড়ে গোয়াইনঘাটে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে বুধবার ভোরে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে আধা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার নন্দিরগাওঁ, রুস্তুমপুর, লেঙ্গুরা, পশ্চিম জাফলং, আলীরগাওঁ, ডৌবাড়ী ও তোয়াকুল ইউপির হাওরাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি দেখা গেছে।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সঠিক তথ্যপ্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।

গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, ভোরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হবে। পরিদর্শন করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।