২৯ এপ্রিল সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯

সাত দফা দাবিতে সিলেটে সোমবার (২৯ এপ্রিল)- সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করবে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সজিব আলী শনিবার সন্ধ্যায় সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, সিকৃবি শিক্ষার্থী হত্যা মামলার ধারা পরিবর্তন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় জরিমানার পরিমান পাঁচ লাখের পরিবর্তে ৫০ হাজার টাকা করা,  আইনের ৮৪, ৯৮ ও ১০৫ ধারাকে জামিনযোগ্য করা, ৮৪ ও ৯৮ ধারায় জরিমানা তিন লাখের পরিবর্তে ৩০ হাজার করা, জটিল দুর্ঘটনা তদন্ত সাপেক্ষে ধারা নির্ধারণ, তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভূক্ত করার দাবিতে শ্রমিকরা জেলায় সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করবে।

এ সময় ফেডারেশনের সভাপতি সেলিম আহমদ ফলিক, সহ-সভাপতি জিতু মিয়া, শাহ জামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিব উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সামসুল হক মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।