ক্রেড়াপ্রেমীদের বিশাল সমাবেশ প্রমাণ করে ফুটবল এখনো জনপ্রিয়: অ্যাড. সামসুল

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেছেন, আমাদের গ্রামীণ খেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় খেলা ছিল ফুটবল।   ফাল্গুন চৈত্র মাসে আমাদের এলাকার বিভিন্ন গ্রামের মাঠে বসত দাওয়াতি ফুটবলের আসর।   এক এলাকার ফুটবল খেলোয়াররা অন্য এলাকায় গিয়ে ফুটবল খেলার আসর জমাতেন , কালের আবর্তে এ জনপ্রিয় ফুটবলা খেলাটি হারিয়ে যেতে চলছে, আমাদের যুব ও ছাত্রসমাজ এসব জনপ্রিয় বিনোদন বিমুখ হয়ে মোবাইল এর দিকে দাবিতে হচ্ছে।   আজকের ফুটবল ম্যাচ উপভোগ করতে ক্রেড়াপ্রেমীদের বিশাল সমাবেশ প্রমাণ করে হাওরের জনপদে ফুটবল খেলার জনপ্রিয়তা এখনো কমেনি।   আজকের খেলায় দেশ বিদেশের খেলোয়াড়রা যেভাবে আকর্ষণীয় মনমাতানো খেলা দেখিয়েছেন আমার বিশ্বাস আগামীতে বিভিন্ন এলাকায় প্রায় হারাতে যাওয়া ফুটবল আবার ফিরিয়ে আসবে।

তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ আমার বড় ভাই তালেব উদ্দিন স্মরণে যারা এ মহতি আয়োজন করেছেন এবংপ্রখর রৌদ্র উপেক্ষা করে খেলা উপভোগ করতে এসেছেন তাদেরকে আমার ব্যক্তিগত এবং পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মঙ্গলবার বিকেলে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের গাছতলা মাঠে মহান স্বাধীনতা দিবস ও শহীদ তালেব স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাতিয়া সোনালী ক্লাবের উদ্যোগে আয়েজিত খেলায় যুক্তরাজ্য প্রবাসী আবু তালেব রেনু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শামীম আহমদ ও সমাজকর্মী আখলাক মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তফজ্জুল হুসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাজ্জাদুর রহমান, দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি একরার হুসেন একরার, সাবেক চেয়ারম্যান আহাদ মিয়া, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিত মিয়া,  আকিল শাহ বাজার কমিটির সভাপতি তৈয়ব আলী, বিশিষ্ট মুরুব্বী আদালত মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হাফিজ মিয়া, হাতিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী লিলু মিয়া, কুলঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জসিম মিয়া, দিরাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মহিম উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী দিলাল মিয়া, ইউপি সদস্য সোহেল রানা, দিরাই উপজেলা যুবলীগ নেতা সুহেল মিয়া, কুলঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক, সামসুজ্জামান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আকিল আহমদ, সাংবাদিক সালমান, রুম্মান আহমদ, শায়েখ আহমদ, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা রিফাত আহমদ, জাহেদ হাসান, ওমর ফারুক, আমীন, মুমেদ প্রমুখ। দিরাই উপজেলার নাছনী স্পোটিং ক্লাব ও জগন্নাথপুর উপজেলার বেরী স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় দেশ বিদেশের খেলোয়ার অংশ নেন। বেরী স্পোটিং ক্লাব ১-০ গোলে নাছনী স্পোটিং ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে দুদলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।