ধলাই ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চিলাউরা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে সারজান (২২) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে বাহরাইন প্রবাসী মোর্শেদ (২৫)।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজনের মৃত্যু হয়। জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।