ঘষা ছাড়াই শিং মাছ পরিষ্কার করার কৌশল

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

লাইফস্টাইল ডেস্ক: খুবই সুস্বাদু একটি মাছ শিং। তবে শিং মাছ ঘষে ঘষে পরিষ্কার করাটাও অনেক কষ্টের। একটি কৌশল খুব সহজেই আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে। কোনো রকম ঘষা ছাড়াই শিং মাছ পরিষ্কার করতে সহায়তা করবে। চলুন জেনে নেয়া যাক সেই কৌশলটি-

শিং মাছ পরিষ্কারের জন্য আপনার প্রয়োজন হবে পেপে পাতা। পেপে পাতা কুচি করে কেটে নিন। সব থেকে ভালো হবে যদি আপনি পেপে পাতা ব্লেন্ড করে নিতে পারেন। এবার এই মিশ্রণটি মাছের মধ্যে দিয়ে ৫ থেকে ৭ মিনিট রেখে দিন।

> ৫ থেকে ৭ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই দেখবেন শিং মাছ একদম সাদা হয়ে গেছে। তাও কোনো রকম ঘসাঘষি ছাড়াই।