চট্টগ্রামের পারকি সৈকতে এত মাল্টা এলো কীভাবে?

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে শুধু মাল্টা আর মাল্টা। সেই মাল্টা নিয়ে ছোড়াছুড়ি করছে শিশুরা। কেউবা আবার লুটোপুটি খাচ্ছে মাল্টার উপর। সবার মনে প্রশ্ন, সৈকতে এত মাল্টা এলো কীভাবে?

এত মাল্টা দেখে বিস্মিত হয়েছেন স্থানীয় লোকজন। তাদের ধারণা, আমদানি করা এসব মাল্টা বন্দরের ইয়ার্ডে অথবা হিমাগারে পচে যাওয়ায় আমদানিকারকরা ফেলে দিয়েছে।

স্থানীয়রা জানায়, রাতের আঁধারে ট্রাকে করে এনে পচা মাল্টাগুলো সৈকতে ফেলা হয়েছে। পরে জোয়ারে সেগুলো ছড়িয়ে পড়ে আধা কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। মাল্টাগুলো পচা হওয়ায় সৈকতের বাতাস দূষিত হয়ে পড়েছে।

আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, সৈকতে পচা মাল্টার খবর পেয়েছি। এভাবে পরিবেশ নষ্ট করার অধিকার কারো নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।