চট্টগ্রাম থেকে জেএমবির তিন সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের হালিশহর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ জঙ্গি সংশ্লিষ্ট বই, লিফলেট ও ল্যাপটপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ জুলাই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

গ্রেফতার তিনজন হলেন- মো. আশফাক-উর-রহমান অয়ন ওরফে আরিফ (২৬), মো. রনি আহম্মেদ ওরফে রনি (৩১) ও মো. রিপন মণ্ডল ওরফে রিপন (৩০)। অয়ন ওরফে আরিফের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তম এলাকায়, রনির বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের রুদ্রপুর এলাকায় এবং রিপনের বাড়ি রাজবাড়ীর পাংশার কৃষ্টপুর এলাকায়।

র‌্যাব সূত্র জানায়, গোপনে খবর পেয়ে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এই তিনজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় সন্ত্রাসবিরোধী (জঙ্গি) আইনে দুইটি মামলা আছে।