মাথা কাটার গুজব ছড়ানোয় ৩ জন আটক

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব চাঁদপুরেও ছড়িয়ে পড়ে। আর এসব খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মানুষকে উত্তেজিত করে একটি চক্র। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ফেসবুকে অপপ্রচার ও ছেলে ধরার গুজবে ২ জনকে মারধরের অপরাধে ৩ জনকে আটক করেছে।

আটকরা হলেন, ইসলামপুর গাছতলা এলাকার সেলিম গাজীর ছেলে সাজ্জাদ গাজী, ফরিদগঞ্জ কাসারা এলাকার আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে সায়েম ভূঁইয়া ও বাঘড়াবাজার এলাকার মোখলেস হাওলাদারের ছেলে আবু খালেক রতন।

এছাড়া ঢাকা তালিমুল কোরআন হাসানিয়া কওমি মাদরাসার ছাত্র আলআমিন (৮) ও দক্ষিণ রঘুনাথপুর এলাকার শাখাওয়াত হোসেন (১৭) নামে এক মানসিক রোগীকে উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে চাঁদপুর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে থানা পুলিশের ওসি মো. নাসিম উদ্দিন এসব তথ্য জানান।

ওসি মো. নাসিম উদ্দিন জানান, পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার অপরাধে ৩ জনকে আটক ও মানসিক রোগীসহ এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তিনি এসব অপপ্রচারে কান না দেয়ার জন্য আহ্বান জানান।