জুড়ীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
ছবি ধলাইর ডাক

জুড়ি সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্স এর সহায়তায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখে বিক্রয়সহ বিভিন্ন অপরাধে কলেজ রোডে অবস্থিত মেসার্স বিসমিল্লাহ মেডিসিনকে ৩ হাজার টাকা, ভবানীপুর বাজারে অবস্থিত বধুয়া বিউটি পালারকে ১ হাজার টাকা, কলেজ রোডে অবস্থিত আলোকিত সৌর বিদ্যুৎ এন্ড গ্যাস হাউজকে ৩ হাজার টাকা, সাজ বিউটি পার্লারকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।