টাইগারদের সামনে লক্ষ্য ২৯৫

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

ডেস্ক রিপোর্ট: শ্রীলংকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক শ্রীলংকা এবং সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুঁইয়েছে সফরকারীরা। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ না হওয়ার মিশনে নেমেছে টাইগাররা।

নির্ধারিত ৫০ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ২৯৪ রান।

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান লংকান দলপতি দিমুথ করুনারত্নে। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন আভিস্কা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে।

শুরু থেকেই বল হাতে চেপে ধরে টাইগাররা। ফলও পায় দ্রুত। ইনিংসের পঞ্চম ওভারে শফিউলের বলে মাত্র ৬ রানে ফিরে যান আগের ম্যাচের ম্যাচসেরা আভিস্কা ফার্নান্দো।

এরপর দলের হাল ধরেন করুনারত্নে এবং কুশল পেরেরা। দুজনের ৮৩ রানের জুটিতে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল লংকানরা। এমন সময়েই জোড়া আঘাত হানে বাংলাদেশ। ৪৬ রান করা করুনারত্নকে তাইজুল ফেরানোর পরের ওভারেই কুশল পেরেরাকে আউট করেন রুবেল হোসেন। এর আগে কুশল সংগ্রহ করেন ৪২ রান।

শতরানের আগেই তিন উইকেট হারানো শ্রীলংকা ম্যাচে ফেরে ম্যাথিউস এবং কুশল মেন্ডিসের ব্যাটে। দুজনের ১০১ রানের জুটিতে ম্যাচের কর্তৃত্ব নিজেদের হাতে নেয় লংকানরা। সৌম্যের বলে আউট হওয়ার আগে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।
মেন্ডিসের বিদায়ের পর শানাকা ও ম্যাথিউস মিলে ঝড় তোলেন প্রেমাদাসা স্টেডিয়ামে। শফিউলের বলে সাব্বিরের তালুবন্দী হওয়ার আগে ১৪ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন শানাকা। শিহান জয়সুরিয়াকেও ১৩ রানের বেশি করতে দেননি মিডীয়াম ফাস্ট বোলার শফিউল ইসলাম।

শেষ ওভারে আউট হওয়ার আগে ৮৭ রান করেন ম্যাথিউস।

শফিউল ও সৌম্য দুজনেই টাইগারদের হয়ে ৩টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন মিরাজ, তাইজুল, সৌম্য ও রুবেল।

সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলংকা   (৫০ ওভার)
ম্যাথিউস  , মেন্ডিস ৫৪
সৌম্য ৫৬/৩, শফিউল ৬৮/৩