টাকা ভাগাভাগি নিয়ে হবিগঞ্জে সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ সদরের দীঘলবাগে শনিবার সন্ধ্যায় টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

গুরুতর আহত ১৭ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, আউয়াল মিয়া, শহীদ মিয়া, মনিরা বেগম, জহিরুল ইসলাম, আব্দুল আউয়াল, মধু মিয়া, সৈয়দ আলী, কালাম মিয়া, শাহজাহান মিয়া, পারভিন আক্তার, মোতাব্বির হোসেন, আব্দুল মজিদ, কুদ্দুস মিয়া, বারিক মিয়া, সুমন মিয়া, কবির মিয়া, সফিক মিয়া।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, ওই গ্রামে কয়েকদিন আগে দুই পক্ষের সংঘর্ষে তোতা মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। এরপর উপজেলা চেয়ারম্যানসহ গণ্যমান্যরা আপোষের মাধ্যমে ঘটনার মিমাংসা করেন।

জিয়াউর রহমান আরো জানান, আপোষ অনুযায়ী নিহত তোতা মিয়ার ছেলে আবদুল কাইয়ুমকে টাকা দেয়া হয়। কিন্ত এ টাকার উপর ভাগ বসায় একই গোষ্ঠীর মালেক ও শাহিদ। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ২৫ জন আহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।