ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় স্টেশনের আউটার থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিরাসার এলাকার খোকন মিয়ার ছেলে লাদেন (১৯), আখাউড়া উপজেলা সদরের রাধানগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে হৃদয় (১৮) ও জসিম মিয়ার ছেলে আতিক (২০)। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় শনিবার দুপুরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ট্রেনটিতে পাথার ছুড়ে মারার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই স্টেশনের আউটার থেকে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।