থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা বালুবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। শনিবার সকাল ৬টায় মির্জাপুর উপজেলার দুল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে বাসের তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পাশে থেমে থাকা ঢাকাগামী বালুবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। যার ফলে তিনজন নিহতসহ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ।

দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর  হাসপাতালে চিকিৎসাধীন আরেক যাত্রী মারা গেছেন। তার মরদেহ মর্গে নেয়া হচ্ছে।