দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৪ ইউনিট

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

আন্তর্জতিক ডেস্ক: ভারতের দিল্লিতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার ব্রিগেডের ৩৪টি ইউনিট।

দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি এখবর দিয়েছে।

ফায়ার ব্রিগেডের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, হাসপাতালের প্রথম তলায় আগুন লাগার পর তা দ্রুত দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে আরো বলা হয়, হাসপাতালের জরুরি ওয়ার্ডের কাছে একটি ভবনে এই আগুন লাগে। ফায়ার ব্রিগেডের সদস্যরা ভবনটি থেকে লোকজনদের সরানোর কাজও করছেন।

এতে আরও বলা হয়, ভারতের সাবেক মন্ত্রী অরুণ জেটলি সেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তিনি অন্য ভবনে রয়েছেন।

তবে গণমাধ্যমটি এখন পর্যন্ত হতাহতের কোনো খবর দিতে পারেনি।