দূর্গাপুজা উপলক্ষে কমলগঞ্জে ১৪২ মন্ডবে চাল বিতরন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্জাপুজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ১৪২ টি পুজা মন্ডবে সরকারী অনুদান ( জিআর) এর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশেকুল হকের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড.মোঃ আব্দুস শহীদ এমপি।

সাংবাদিক শাহিন আহমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদ্দুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, রহিমপুর ইউপি চেয়ারম্যন ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ি পুজা উযযাপন পরিষদের সবাপতি শংকরলাল সাহা, সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, উপস্থিত ছিলেন।

এবার প্রতিটি পুজামন্ডবে ৫শ কেজি করে চাল বিতরন করা হয়। এদিকে অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন্ এলাকা থেকে চালের ডিও লেটার নিতে আসা পুজা মান্ডব প্রতিনিধিদের কাছ থেকে কমলগঞ্জ কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা ৫শ টাকা করে আদায় করেছেন। এ ব্যাপারে কমলগঞ্জ কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর লাল সাহার বক্তব্য নেয়া চেষ্টা করলে পাওয়া যায়নি।