শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে ধর্ষনে ব্যর্থ হয়ে সেই কিশোরী ও তার মায়ের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে ৷ ১৭ অক্টোবর সকালে শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের গান্ধীছড়ায় ঘটনাটি ঘটে ৷
ভিকটিম কিশোরীর বাবা শংকর দাস জানান, আমার মেয়ে (ভিকটিম স্বর্নালী রানী দাস (বয়স ১৫) কে বাড়ীতে একা পেয়ে পাশের বাড়ীর রানা চাষা (২৫) জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে ৷
আমার মেয়ের চিৎকার শুনে আমার স্ত্রী বিমলা রানী দাস (৩০) এগিয়ে আসলে অভিযুক্ত রানা চাষা ও তার ভাই জগদীশ চাষা একই সাথে আমার স্ত্রী ও মেয়েকে এলোপাথারি মারপিট ও দা দিয়ে কুপিয়ে জখম করে ৷ আহত ভিকটিম ও তার মা বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ৷ এ ব্যাপারে ভিকটিম কিশোরীর পিতা শংকর দাস শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ৷
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, বর্তমানে বিষয়টি তদন্তাধীন আছে ৷