নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীসহ আহত ৭

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: ঝালকাঠিতে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোগীসহ সাতজন আহত হয়েছেন। পরে আহতদের বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার এএসআই গনেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া এলাকার মাসুদ মৃধা (২১), জামাল হোসেন মৃধা (৩৫), নিজাম মৃধা (২৮), রাসেল বেপারী (২৬), রোজিনা আক্তার (২৩), আছমা বেগম (২৬) ও হালিমা বেগম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ২টার দিকে পিরোজপুর মঠবাড়িয়া থেকে সিজারিয়ান রোগী নিয়ে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় অ্যাম্বুলেন্সের থাকা রোগীসহ সাতজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এএসআই গনেশ বলেন, অ্যাম্বুলেন্সটি থাকা সাতজনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়েছে।