
ছবি ধলাইর ডাক
শুভকামনা
নির্মল এস পলাশ।
নতুন বছরে নব আয়োজনে
সকল বাঁধা সকল কাজে,
সফলতার পূর্ণ সাজে,
উপচে উঠুক বারি ।
আশা – প্রত্যাশ্যার শিহরিত অনুভবে
হোক আজ নিন্দুকের ছাড়াছাড়ি ।
উন্মক্ত দ্বার, রুদ্ধ হোক
সকল অসাড় অর্ঘ হোক
শুভেচ্ছা – প্রীতি ।
বন্ধনের – বাধন ছিড়ে সীমানা একাকার ,
শব্দ, কথা, ছন্দে প্রতি পৃষ্ঠা শোভিত হোক সযতনে ।
ভাবনায় কবিতায় থেকো
আনন্দে পুস্প – পুস্পে শীত ও ফাগুনে
শুভকামনা তোমায় প্রাপ্তির অনুভূতির উচ্ছাসে।