নির্মল এস পলাশের কবিতা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২১
ছবি ধলাইর ডাক

সাংবাদিক

*************

নির্মল এস পলাশ

আমি সাংবাদিক

নিবিড় অনুসন্ধানে তথ্যের খুজে

আধার ভেদ করি।

একনিষ্ঠ কর্মতৎপরতায়

হই তথ্য চোর।

আমি ঘাসফুল শোভা মৌন তৃণ রহস্যের তরে

হিমালয় কিবা নক্ষত্র ছুয়ে দেখি।

পাঠক – কুলে চিত্ররেখা আঁকি।

আমি লিখে যায় শুভ্র আলোর কথা

শত – হাজার শব্দে ফুটে দেশ ও মানবতার আশা।

আমি মায়ামেঘ, রোদবৃষ্টি অন্যন্যা।

সুখপাঠে পাতায় – পাতায় উন্নয়ন,

অপরাধ, দূর্নীতি, কৃষিনির্ভরতার দেই বার্তা।

আমি দিপ্ত শপথে বলিয়ান সত্য,

ন্যায়ে অবিচল, সুপ্ত শুভ্রতায়, লিখে যাই গণমানুষের কথা

আমি সাংবাদিক দেশের দর্পন।

কখনো হাসি, নয়তো কারাগারে নিরবতায় থাকি।

চলতে – চলতে হই আহত, নিহত এবং হেনস্তা।

আমি সাংবাদিকদের তবুও দেই নতুন পথের দিশা

পুরস্কার, তিরস্কারে ভেসে – ভেসে সাগরে তরঙ্গে পাল তুলি।

আমি সাংবাদিক সহৃদয় সংবাদী হয়ে পত্রছত্রে কাঁপন তুলি।

তথ্যে – তত্ত্বে কোটি মানুষের বিশ্বাস –

আশ্বাসে সোনার বাংলার প্রত্যয়ে কলমযোদ্ধে পদ্মা –

যমুনা আর মাতৃভূমির কথা লিখি।

আমি সাংবাদিক ।