
ধলাই ডেস্ক: ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে সারাদেশে পণ্য পরিবহনে ১৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।
ঢাকায় গত সোমবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। সংস্থাটি গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে দেড় হাজার টন পণ্য পরিবহনের একটি জাহাজে গড়ে তিন হাজার লিটার ডিজেল দরকার হয়। সেই হিসাবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় প্রতি যাত্রায় খরচ বেড়েছে ৪৫ হাজার টাকা। দেড় হাজার টন পণ্য পরিবহন হলে তাতে টনপ্রতি খরচ বাড়ে ৩০ টাকা। আর যদি ১ হাজার ২০০ টন পরিবহন হয়, তাহলে খরচ বাড়ে টনপ্রতি ৩৭ টাকা।
ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) জানায়, সোমবার ঢাকায় একটি হোটেলে জাহাজমালিক, পণ্যের এজেন্ট ও স্থানীয় এজেন্টদের এক বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এদিকে ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আহ্বায়ক নুরুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর হলো নৌপথে পণ্য পরিবহনের বড় কেন্দ্রস্থল। গত ২০২০-২১ অর্থবছরে লাইটার জাহাজে করে বন্দরের বহির্নোঙর থেকে সোয়া ছয় কোটি টন আমদানি পণ্য সারাদেশে নেয়া হয়।
সূত্র: ডেইলী বাংলাদেশ…