পদ্মাসেতুর নাট-বল্টু খোলা দ্বিতীয় তরুণ মাহাদী গ্রেফতার

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: পদ্মাসেতুর নাট-বল্টু খুলে ফেসবুক ও টিকটকে ভিডিও আপলোড করা আরো এক তরুণকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. মাহাদী। বৃহস্পতিবার সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) মাহাদীকে গ্রেফতার করেছে।

মাহাদী ফেসবুকে ভিডিও পোস্ট করার পর তা ভাইরাল হয়। পরে সে বাড়িতে না এসে পালিয়ে বেড়ায়। মাহাদী মুন্সীগঞ্জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রব নগরকান্দী গ্রামের মনির কাজীর ছেলে।

এর আগে, ২৭ জুন সন্ধ্যায় মাহাদীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার বাড়িতে পৌঁছে দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয় মাহাদীকে।

২৬ জুন দুপুর সাড়ে ৩টার দিকে মাওয়া প্রান্তে পদ্মাসেতুর রেলিংয়ের নাট খুলে ভিডিও করেন মাহাদী। ঐ সময় তিনি উদ্দেশ্যমূলকভাবে ভিডিওতে বলেন, আমি কিন্তু রেঞ্জ ব্যবহার করছি না।