পানির তলদেশে গ্যাসের লাইন ছিদ্র, মেক্সিকো উপসাগরে আগুন

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পানির তলদেশে গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে মেক্সিকো উপসাগরে আগুন ধরে গেছে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫ টায় হঠাৎ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে দশটায় তা নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মেক্সিকো উপসাগরের বুকে আগ্নেয়গিরির মতো তৈরি হয়েছে। গোলাকার আকারের কারণে এই এটিকে অনেকে ‘আগুনের চক্ষু’ বলে আখ্যায়িত করেছে।

মেক্সিকোয়ের সরকারী মালিকানাধীন তেল সংস্থা পেট্রোলোস মেক্সিকানোস (যা পেমেক্স নামে পরিচিত) নিশ্চিত করেছে যে, পানির নিচে পাইপলাইন ছিদ্রের কারণে এ আগুন লেগেছে। তবে কিভাবে পাইপলাইনটি ছিদ্র হলো সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

দেশটির ওয়েল সেফটি রেগুলেটরের প্রধান জানান, সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে।