পাহাড় ধসে এক সপ্তাহে নিহত ৮

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এ পাঁচ জেলায় পাহাড় ধসে গত এক সপ্তাহে (৮ থেকে ১৪ জুলাই) আটজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রাঙ্গামাটিতে চারজন, খাগড়াছড়িতে একজন, কক্সবাজারে দুইজন, চট্টগ্রামে একজন এবং বান্দরবানে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৮ জুলাই রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে কলাবাগান এলাকায় তাহমিনা (৩২) ও সূর্য মল্লিকের (৩) মর্মান্তিক মৃত্যু হয়।

৯ জুলাই খাগড়াছড়ির দীঘিনালার উল্টাছড়িতে পাহাড় ধসে যোগেন্দ্র চাকমা (৪০) প্রাণ হারান।

১৩ জুলাই রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ও কারিগর পাড়া এলাকায় অতুল বড়ুয়া (৩৫) ও শিলং মারমার (৪৫) মৃত্যু হয়।

একই দিনে কক্সবাজারের চকরিয়ায় মো. সাদেক ( ৩২) ও ওয়াহিদা বেগম ( ২১) মারা যান।

১৪ জুলাই বান্দরবানের লামা উপজেলায় মধুশ্রী পাড়া এলাকার নূরজাহান বেগমের (৭৫) মৃত্যু হয়।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার জানান, আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জন সবাইকে জানানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে পরামর্শ দেয়া হয়েছে।