
ধলাই ডেস্ক: প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘ম্যানেজিং অপারেশনাল রিস্ক ইন ব্যাংক’।
ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য এম ফরহাদ হোসাইন, বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানী এবং ১৪৬টি শাখার অপারেশন ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।