তথ্যপ্রযুক্তি ডেস্ক: নির্দেশিকা অমান্যের অভিযোগে প্রায় পাঁচ কোটি ভিডিও মুছে দিয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সম্প্রতি গত বছরের শেষদিক থেকে আপলোড করা ৪ কোটি ৯০ লাখের বেশি ভিডিও মুছেছে তারা।
এ সম্পর্কে অ্যাপটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওগুলিতে অ্যাপের নির্দেশিকা মানা হয়নি বলে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এক বিবৃতিতে টিকটক জানায়, মুছে দেয়া এই ভিডিওগুলো অ্যাপটিতে আপলোড করা মোট ভিডিও সংখ্যার এক শতাংশেরও কম। ভিডিওগুলিতে ‘হিংসার ছবি, বিদ্বেষমূলক বার্তা ও নগ্নতা’ ছিল, যা অ্যাপটির নির্দেশিকার পরিপন্থী।
এদিকে এক পরিসংখ্যানে দেখা গেছে, মুছে দেয়া ভিডিওগুলির মধ্যে তিনভাগের একভাগ ভারতীয় ব্যবহারকারীরা আপলোড করেছিল। তারপরেই রয়েছে আমেরিকা ও পাকিস্তানের ব্যবহারকারীদের ভিডিও।