ফলোআপঃ কমলগঞ্জে পরিকল্পিতভাবে গৃহবধু হত্যার অভিযোগে গ্রেফতার-৩

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১
ফাইল ছবি

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ননাশের (স্বামীর বড় বোনের) বাড়িতে গলায় ফাঁস দিয়ে দীপা চৌধুরী (২৮) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।, এই ঘটনাকে পরিকলিপত হত্যার দাবী করে আসছিলো নিহতের পরিবার।

 গত ১৫ জুন মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে নিহত দীপা চৌধুরীর ছোট বোন মৌমিতা চৌধুরী বাদী হয়ে গৃহবধুর স্বামী সাইফুল ইসলামসহ ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে বুধবার ভোর রাতে পুলিশ মামলার এজাহারভুক্ত আসামী শেফী বেগম (৪০), মিজান মিয়া (২০) ও বাদশা মিয়া (৩৫) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ১৩ জুন ভোর রাতে শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মঈনুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
শমশেরনগর পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক শাহ আলম গৃহবধু দীপা চৌধুরী হত্যা মামলায় তিনজন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিনজনকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়।