বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২
ফাইল ছবি

ধলাই ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ছমেদ আলী ওরফে আহালু নামে ৬৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে নালিতাবাড়ীর ভারত সীমান্তবর্তী পাহাড়ি পল্লী মায়াঘাসি পাহাড়ে এ ঘটনা ঘটে। ছমেদ আলী একই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা জানান, মঙ্গলবার দুপুরে মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান ছমেদ আলী। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে সন্ধ্যায় পাথরছিলা পাহাড়ে পিষ্ট অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখেন স্বজনরা।

খোরশেদ আলম বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে যাই। পরে রাত ১০টার দিকে ছমেদ আলীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়া হয়।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রহুল আমিন বলেন, কয়েকদিন ধরে বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ে অবস্থান করছিল। ঘাস কাটার সময় বন্যহাতিটি ছমেদ আলীর ওপর আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।