উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীকে হত্যা, গ্রেফতার ৫

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজশাহীতে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীকে হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।

এর আগে মঙ্গলবার (২ আগস্ট) দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করো হয়।

গ্রেফতাররা হলেন শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার বকুল আলীর মেয়ে খাদিজা (১৯), আসাদ আলীর ছেলে মিঠন (৩০), বাদশা মিয়ার ছেলে মোমিন (২৫), জান মোহাম্মাদের ছেলে সোহেল (৩২) ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে পলাশ (৪০)।

স্থানীয়রা মুকুলকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যান। পরে গুরুতর আহত মুকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।