বন্যাদুর্গতদের পাশে এনআরবিসি ব্যাংক

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: করোনা মহামারির সময়সহ দেশের বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবার উত্তরাঞ্চলে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

গাইবান্ধায় বন্যাকবলিত মানুষের মাঝে সম্প্রতি নগদ অর্থ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেছে এনআরবিসি ব্যাংক। সামাজিক দায়বদ্ধতার আওতায় ভবিষ্যতেও মানবিক সব কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে বলে জানিয়েছে এনআরবিসি ব্যাংক।

এর আগে গত বছর জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও দাঁড়িয়েছিল এনআরবিসি ব্যাংক।