বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর লাউয়াছড়া পরিদর্শন ও বন্যপ্রাণী অবমুক্ত

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা: জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাংসদ সাবের হোসেন চৌধুরী আকস্মিকভাবে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন।

জাতীয় উদ্যান পরিদর্শনকালে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কিছু বন্যপ্রানী অবমুক্ত করেন সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সাবের হোসেন চৌধুরী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আকস্মিকভাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শণে আসেন। এ উপলক্ষে বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাংসদ সাবের হোসেন চৌধুরী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় উদ্যানে ১টি অজগর সাপ, ২ টি বন বিড়াল,১টি লজ্জাবতী বানর, ২টি বন বিড়াল, ২টি মেছোবাঘ, ১টি সোনালী বিড়াল ও বিভিন্ন রকমের ৬টি পাখি অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান, বাংলাদেশ বন্য প্রানী সেবা ফাউন্ডেশনের সভাপতি সীতেশ রঞ্জন দেব, পরিচালক সজল দেবসহ বন কর্মকর্তারা।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বন পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির এ পরিদর্শন ছিল আকস্মিক।