বাবরি মসজিদ ধ্বংস মামলার অভিযুক্ত সবাই খালাস

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
ফাইল ছবি

ধর্ম ডেস্ক: প্রায় ২৮ বছর আগে ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় অভিযুক্ত আসামিদের সবাইকে খালাস দিয়েছে দেশটির আদালত।

বুধবার উত্তরপ্রদেশের লখনউয়ের বিশেষ সিবিআই আদালত ২৮ বছর ধরে চলা মামলার এ রায় ঘোষণা করে। রায়ে আদালত বলেছে, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে ধ্বংস হয় মসজিদটি। বহুল আলোচিত এই মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করা হয়। যাদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন। বিজেপির অনেক সিনিয়র নেতা এ মামলায় অভিযুক্ত।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন- বিজেপির সিনিয়র নেতা এলকে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি’র ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ার।