রমজানে আল-আকসায় নামাজ পড়তে পারবেন ফিলিস্তিনিরা : ইসরায়েল

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৪

ধর্ম ডেস্ক: জেরুসালেমে মুসলমানদের পবিত্র স্থান বলে বিবেচিত আল-আকসা মসজিদে রোজায় নামাজ পড়তে কোনো বাধা নেই। বিগত বছরগুলোর এ বছরও রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে পারবেন ফিলিস্তিনিরা। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

সংবাদমাধ্যম এএফপি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বিগত বছরগুলোতে রমজানের প্রথম সপ্তাহে যত মুসল্লি টেম্পল মাউন্টে তথা আল-আকসায় নামাজ পড়তেন এ বছরও তার কোনো ব্যতিক্রম হবে না। তবে প্রতি সপ্তাহে জেরুজালেম ও টেম্পল মাউন্ট এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

প্রতি বছরই রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজ আদায় করেন লাখো মুসলমান। তবে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও তার জেরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও সেটেলারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের কারণে এ বছরের পরিস্থিতি অনেকটাই আলাদা।

আরবি বছরের হিসাব অনুসারে, আগামী ১০ বা ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান।