শিল্প ও সাহিত্য ডেস্ক:
সীতাকুণ্ডের আকাশটা বিবর্ণ ঢেকেছে কালো ধোঁয়ায়,
মুহূর্তের বিস্ফোরণে ঝরলো কতো তাজা প্রাণ, আমাদের অবজ্ঞায়।
কতো আশার আলো দগ্ধ হয়ে পোড়ে পোড়ে হলো ধোয়া ছাই।
পোড়া মানুষের মাংসের গন্ধে এ যেন অগ্ন্যুৎসবে রূপ নিলো।
আগুনের লেলিহান শিখা নিভাতে নিভে গেল অগ্নিসেনার দল।
নিজের জীবন উৎসর্গ করে দেখিয়ে গেল সেবাই তাদের বল।
শহর জুড়ে নিদারুণ কলরবে চলছে অকারণ মৃত্যু মিছিল।
আগুনে ঝলসানো বিভৎস দেহ ছড়িয় ছিটিয়ে অঙ্গ – প্রত্যঙ্গ ।
আগুনের অগ্নুৎপাতের অগ্নিকুন্ড কেড়ে নিয়েছে হাজারো রাঙা স্মৃতি।
চলছে আগুনের হোলি খেলার ধূম অসহায় দৃষ্টি কাঁদে মন।
পোড়ছে দেহ পোড়ছে মন আরও পোড়া কতো বাকি।
আগুন অপরাধী না নিজের অপরাধকে আগুন দিয়ে ঢাকি।
কখন কোথায় কিভাবে ঘটবে আবার বিকট শব্দে বিস্ফোরণ।
শোকে হতবিহ্বলে কাঁদবে স্বজন সান্ত্বনা শুধুই শত প্রদীপ প্রজ্বলন।