বিদ্যুতের দাম আবারো বাড়লো

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

ধলাই ডেস্ক: দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এক মাসের মধ্যে আবার বাড়ানো হয়েছে। এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ছে। মার্চ মাসের বিদ্যুৎ বিলেই নতুন এ দাম কার্যকর হবে।

মঙ্গলবার রাতে জারি করা সরকারি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সর্বশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। আজ বাড়ানোর মাধ্যমে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হল বিদ্যুতের দাম।