বৈশাখী ঝড়ে কমলগঞ্জ বাজার লণ্ডভণ্ড

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্রেতা-বিক্রেতা গনের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিতে করতে সদ্য স্থানান্তরিত মাছ ও সবজীর বাজার বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। বুধবার (১৫ এপ্রিল) বিকেলের প্রায় আধা ঘন্টার তাণ্ডবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।

কমলগঞ্জ বাজারের ব্যবসায়ী মুহিবুর রহমান, মশাহিদ মিয়া বলেন, ঝড়ে আমাদের প্রায় সবার দোকান সম্পূর্ণ ভেঙ্গে গেছে। এ ক্ষতি কে পূরণ করে দেবে। আমাদের দোকানগুলো আগের জায়গায় থাকলে এই ক্ষতির সম্মুখীন হতে হতো না।

পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এড. সানোয়ার হোসেন ও সহ-সভাপতি মামুনুর রশীদ বলেন, ঝড়ে অনেক দোকান ভেঙ্গে গেছে। উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে ব্যবসায়ীদেরকে আপাতত আগের জায়গায় ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, হঠাৎ আসা বৈশাখী ঝড়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে সদ্য স্থাপিত কাঁচা বাজারের দোকানগুলো ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আপাতত ব্যবসায়ীদেরকে আগের জায়গায় ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।