ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ছবি ধলাইর ডাক

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮) সকাল ১১.০০ ঘটিকায় ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসায় মো: সিদ্দেক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জনাব জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব গোলাম মুগ্নী মুহিত।

সভায় হাফেজ শফিকুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভানুগাছ চৌমুহনী জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব আনহার আলী, বিশিষ্ট সামাজ সেবক রাসেল হাসান বখ্ত, ব্যবসায়ী রফিকুল আলম, ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ শফিকুল ইসলাম বুলবুল, মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম, কাওসার আহমেদ, আব্দুর রহমান প্রমূখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অভিভাবক ও মহিলা অভিভাকবৃন্দ।

সভায় প্রধান অতিথি ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসায় একটি সৌর বিদ্যুত প্রদান করেন, মসজিদের লাশ রাখার ঘর টাইলস সহ যাবতীয় অসমাপ্ত কাজ সমাপ্ত করা সহ মাদ্রাসার নতুন ভবন শীঘ্রই স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আহমদ মাদ্রাসায় ৫০,০০০/- টাকা অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন।

সভাশেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: আব্দুস সালাম।